প্রবাস

জেএমসিতে কভিড-১৯ টেষ্ট সোমবার-শুক্রবার

vvজ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর উদ্যোগে ফ্রি কভিড-১৯ টেষ্ট করার উদ্যোগ নেয়া হয়েছে। ২৪ আগষ্ট সোমবার থেকে এই ষ্টেট চলবে ২৮ আগষ্ট পর্যন্ত অর্থাৎ সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেএমসি প্রাঙ্গনে এই টেষ্ট চলবে।
জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী ইউএনএ প্রতিনিধি-কে জানান, করোনাভাইরাস পরস্থিতিতে টেষ্ট করা গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিস্টদের সহযোগিতায় জেএমসি-তে কোভিড-১৯ টেষ্ট করার উদ্যোগ নেয়া হয়েছে। যে কেউ জেএমসি-তে এসে ফ্রি চেষ্ট করতে পারবেন। এজন্য কোন অ্যাপয়েনমেন্ট লাগবে না। ২৪ আগষ্ট থেকে ২৮ আগষ্ট পর্যন্ত এই কর্মসূচী চলবে। জেএমসি’র এই উদ্যোগ সফল করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

 

এমন আরো সংবাদ

Back to top button