হেঁচকিও হতে পারে করোনার লক্ষণ : গবেষণা
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে কার্যত থেমে গেছে মানব সভ্যতা। প্রতিনিয়তই নতুন নতুন রূপ ও উপসর্গ ধরা পড়ছে এই ভাইরাসটির। উপসর্গের তালিকায় নতুন ভাবে যুক্ত হলো হেঁচকি। এর আগে শরীরে লাল লাল দাগও করোনার লক্ষণ হতে পারে বলে জানিয়েছিলেন গবেষকরা।
সম্প্রতি দ্য আমেরিকা জার্নাল অফ এমার্জেন্সি মেডিসিন’র একটি কেস রিপোর্ট প্রকাশ করেছে। সেই প্রতিবেদনেই হেঁচকিও করোনার উপসর্গ হতে পারে বলে দাবি করা হয়। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
ওই প্রতিবেদনে দেখা গেছে, ৬২ বছরের একজন বৃদ্ধ চিকিৎসা করাতে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তার ক্রমাগত হেঁচকি উঠছিল এবং শেষ চারমাসে অনেকটা ওজন কমে গিয়েছিল। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার দুই–একদিন আগে থেকেই তার হেঁচকির সমস্যা শুরু হয়। এরপর ওই বৃদ্ধর নমুনা পরীক্ষা করা হয় এবং তিনি করোনা পজিটিভ হন। এরপর তার করোনার চিকিৎসা শুরু হয়।
ওই গবেষণাপত্রে বলা হয়, হাইড্রক্সিক্লোরো কুইনের মাধ্যমে চিকিৎসা শুরু হওয়ার পরেই ধীরে ধীরে তার হেঁচকি বন্ধ হয়ে যায়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতেই চিকিৎসকরা সিদ্ধান্তে আসেন, হতে পারে- করোনায় সংক্রমিত হওয়ার কারণে এমন হেঁচকি উঠছিল।
গবেষকদের দাবি, এমন ঘটনা এটাই প্রথম, যেখানে উপসর্গ হিসাবে ক্রমাগত করোনা রোগীর হেঁচকি উঠছে।