দেশ
সন্ধ্যার মধ্যে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সন্ধ্যার মধ্যে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
বুধবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। এতে আরো বলা হয়েছে, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি. বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬২ শতাংশ।



