জেলার খবরধর্মীয়

দুবলারচরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনের রাস উৎসব

বাগেরহাটসুন্দরবনের দুবলারচরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনের রাস উৎসব বুধবার (৫ নভেম্বর) প্রত্যুষে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারের নোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত ৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবে দেশ-বিদেশ থেকে প্রায় ১৩ হাজার ৫১৯ জন পুণ্যার্থী অংশগ্রহণ করেন। মঙ্গলবার দিবাগত রাতে আলোরকোলে স্থাপিত অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় পূজা-অর্চনা, ভজন ও লীলা-কীর্তন। ধর্মীয় আচার পালন শেষে বুধবার ভোরে পুণ্যার্থীরা সাগরের নোনা জলে স্নান শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন।

দুবলা আলোরকোলে রাস উৎসব উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, শতাব্দীকাল ধরে দুবলার আলোরকোলে হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব হয়ে আসছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা এ উৎসবে অংশগ্রহণ করে থাকেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এ সি এফ) রানা দেব বলেন, দুবলার আলোরকোলে এবারের রাস উৎসব আনন্দমুখর শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের উৎসবে সবচেয়ে বেশি পুন্যার্থী অংশ নিয়েছেন। যার সংখ্যা ১৩ হাজার ৫১৯ জন। রাস উৎসব শান্তিপূর্ণ করার জন্য বনরক্ষী, কোস্টগার্ড, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস কাজ করেছেন।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker