ধর্মীয়হাইলাইটস

বাংলাদেশে জাকির নায়েকের সম্ভাব্য সফর: সতর্ক পদক্ষেপ নেবে সরকার

জাকির নায়েক  © সংগৃহীত
জাকির নায়েক © সংগৃহীত

ভারতীয় ইসলামি বক্তা ড. জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে সতর্কতা অবলম্বন করবে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে তাদের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানার জন্য।

বৈঠকে আরও বলা হয়, নির্বাচনের আগে এমন একজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানোর বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘স্পার্ক ইভেন্টস’ চলতি মাসের শেষের দিকে ড. জাকির নায়েককে বক্তৃতা সিরিজে অংশ নিতে বাংলাদেশে আনার পরিকল্পনা ঘোষণা করেছে। কোম্পানির ব্যবস্থাপক শাহাদাত হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, তারা শিগগির সফরের বিস্তারিত তথ্য জানাবেন।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখনো জাকির নায়কের সফর নিয়ে কোনো নির্দেশনা তারা পাননি। বৈঠকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত এক সূত্র জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আগেই সারা দেশে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছিল এবং পরবর্তীতে কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে সেনা সদস্যদের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। তবে কখন ও কীভাবে এই প্রশিক্ষণ দেওয়া হবে, তা নির্ধারণ করবে সশস্ত্র বাহিনী বিভাগ।

বৈঠকে আরও কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বৈঠকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker