বিদেশলিড নিউজ

রাজনৈতিক অন্ধকারে নিউইয়র্ক হবে আলোর দিশা : মামদানি

নিউইয়র্কের ব্রুকলিনে স্ত্রী রামা দোয়াজিকে সঙ্গে নিয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন নির্বাচিত মেয়র জোহরান মামদানি। ছবি : এএফপি
নিউইয়র্কের ব্রুকলিনে স্ত্রী রামা দোয়াজিকে সঙ্গে নিয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন নির্বাচিত মেয়র জোহরান মামদানি। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কের বাসিন্দারা তরুণ বামপন্থি জোহরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রক্ষণশীল গণমাধ্যম ও প্রসিদ্ধ ব্যবসায়ীদের তীব্র বাক-আক্রমণের মুখে মামদানি তার নীতি ও মুসলিম ঐতিহ্যকে ধারণ করেই এই সফলতা পেয়েছেন। খবর এএফপির। নির্বাচনে জয়ের পর প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে সমর্থকদের উদ্দেশে মামদানি বলেন, ‘যদি কেউ দেখাতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে বিশ্বাসঘাতকতা করা একটি জাতিকে কিভাবে পরাজিত করতে হয়, সে বিষয়ে জবাবের জন্ম দিয়েছে এই নিউইয়র্ক শহর।’

মামদানি আরও বলেন, ‘রাজনৈতিক অন্ধকারাচ্ছন্ন এই সময় নিউইয়র্ক হবে আলোর দিশা।’ নিউইয়র্কের কুইন্স এলাকার আঞ্চলিক আইনপ্রণেতা জোহরান মামদানি তার নির্বাচনি প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন নির্বাচতি হলে তিনি শহরের বাস সার্ভিস সবার জন্য ফ্রি করে দেবেন। পাশাপাশি চাইল্ড কেয়ার এবং সিটির কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় মুদি দোকান চালুর কথাও বলেছিলেন।

সাধারণ নিউইয়র্কারদের মুখোমুখি হয়ে মামদানি নিউইয়র্কে জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়ের কথা তুলে ধরেছেন। ব্যক্তিগতভাবে তিনি সমর্থকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন সপ্রতিভ ও অনবদ্য। বুধবার মেয়র নির্বাচনে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর জোহরান মামদানি বলেন, ‘পরবর্তী এবং শেষ পদক্ষেপ হবে সিটি হলে।’

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker