প্রযুক্তিহাইলাইটস

দ্রুত উন্মুক্ত হচ্ছে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন: ফয়েজ আহমদ তৈয়্যব

ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: সংগৃহীত
ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেওয়া হবে। রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএলের সত্ত্বে রেখে রিসেলার দেওয়া হবে। এজন্য এপিআই ডেভেলপ করা হচ্ছে।’

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় এ খাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে। তার ভাষায়, ‘এ সময়ে এসে মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হবার কথা থাকলেও মাত্র ৪৫ হাজারের মতো সাইট হোস্টেড আছে। এর মধ্যে প্রায় ৩৭ হাজার ডট গভ, ডট বাংলা ও ডট বিডি ডোমেইন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের। অর্থাৎ ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের সাফল্য শূন্যের কাছাকাছি। এজন্য আওয়ামী ম্যানেজমেন্ট দায়ী, বিদেশ ভ্রমণ হবে না এমন হাস্যকর কারণে এর কাজ আটকে রাখা হয়েছিল।’

তিনি বলেন, এভাবে ডোমেইন নেইম হোস্টিংয়ের কারণে বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে, যা অন্তত আংশিকভাবে হলেও থামানো জরুরি।

এ ছাড়া তিনি আরও কিছু উদ্যোগের কথা জানান— (১) ডট জিওভি: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা হবে। (২) ডট এডু ডট বিডি: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা যেতে পারে। (৩) ডটকম ডট বিডি: রিসেলারদের জন্য উন্মুক্ত করা হবে। (৪) ডট ওআরজি ডট বিডি এবং অন্যান্য এক্সটেন্ডেড ডোমেইনের বিষয়ে বিটিআরসি ও বিটিসিএলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker