হাইলাইটস
শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেল মাই বিকেবি অ্যাপ
রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৪-২৫-এর ইনোভেশন শোকেসিং ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাই বিকেবি অ্যাপ’। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) কর্তৃক গত বৃহস্পতিবার পুরস্কার দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মো. আ. রহিম। এফআইডির সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।