এন্টারটেইনমেন্ট

আজীবন সম্মাননা পেলেন আলীরাজ

আলীরাজ। ছবি: সংগৃহীত
আলীরাজ। ছবি: সংগৃহীত

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের (এজেএফবি) আজীবন সম্মাননা পেলেন অভিনেতা আলীরাজ। সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। গত ২৯ জুন রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটরিয়ামে আয়োজিত এজেএফবি অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানে শিল্পীর হাতে এই সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

এজেএফবির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান। চলচ্চিত্র, টেলিভিশন, সংগীতসহ বিভিন্ন অঙ্গনের শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশেষ সম্মাননা পেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান। অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন অভিনেতা নিরব হোসেন, ডি এ তায়েব, রাশেদ মামুন অপু, পূজা চেরি, আব্দুন নূর সজল, সামিরা খান মাহি, গাজী রাকায়েত, শিবা শানু, সংগীতশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, ইথুন বাবু, বেলাল খান, নাট্যকার অর্পনা রানী রাজবংশী প্রমুখ।

এমন আরো সংবাদ

Back to top button