সিডনিতে এআইইউবি’র ৩০ বছর পূর্তি: এক স্মরণীয় অ্যালামনাই মিলনমেলা
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে ২১ জুন সিডনির এয়ারপোর্ট পুলম্যান হোটেল বলরুমে এক জাঁকজমকপূর্ণ অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত এআইইউবি’র প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “এআইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়া (এএএ)”-এর আয়োজনে সিডনি, মেলবোর্নসহ বিভিন্ন শহর থেকে শতাধিক অ্যালামনাই ও তাঁদের পরিবার এতে অংশ নেন।
অনুষ্ঠানের সূচনা হয় স্থানীয় আদিবাসীদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে, এরপর পরিবেশিত হয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত। এআইইউবি’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন মিস নাদিয়া আনোয়ার এবং প্রাক্তন উপাচার্য ড. কারমেন জে. লামাগনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা এআইইউবি’র ৩০ বছরের শিক্ষাযাত্রা ও অ্যালামনাইদের সাফল্যের কথা তুলে ধরেন। প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন।
পেশাগত অগ্রগতি ও সমাজে ইতিবাচক অবদানের জন্য নির্বাচিত অ্যালামনাইদের এবং পৃষ্ঠপোষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা, বুফে ডিনার, শিশুদের জন্য আলাদা হলরুম ও রাফেল ড্র ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আয়োজক কমিটি জানায়, এই মিলনমেলা ভবিষ্যতে মেন্টরশিপ ও নেটওয়ার্কিং কার্যক্রমের সূচনা।