জলবায়ু পরিবর্তনহাইলাইটস

সর্বাধিক দরিদ্র ৩০টি উপজেলার সবকটিই জলবায়ু ঝুঁকিতে

আইএনএমের প্রতিবেদন

সর্বাধিক দরিদ্র ৩০টি উপজেলার সবকটিই জলবায়ু ঝুঁকিতে
দেশে এখনও তিন কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এই দরিদ্র জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সবচেয়ে বেশি পড়ে। দেশের ৩০টি সর্বাধিক দরিদ্র উপজেলা উচ্চ বা মধ্যম মাত্রার জলবায়ু ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম)। বুধবার (১৮ জুন) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশ দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদন–২০২৪’ প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। আইএনএম এবং সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ডায়ালগ (সিআইডিডি) যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আইএনএমের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী। প্রতিবেদনটি উপস্থাপন করেন আইএনএমের রিসার্চ ফেলো ড. ফারহানা নারগিস। তিন হাজার মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের সর্বাধিক দরিদ্র উপজেলাগুলোর মধ্যে গৌরীপুর, মাদারীপুর সদর, নেত্রকোনা সদর, চকোরিয়াসহ ৯টি উপজেলা উচ্চ পর্যায়ের জলবায়ু ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া ডাসার, হালুয়াঘাট, কালকিনি, রায়পুরাসহ সর্বাধিক দরিদ্র অন্য উপজেলাগুলো রয়েছে মধ্যম মাত্রার ঝুঁকিতে। প্রতিবেদনে চুয়াডাঙ্গা, নওগাঁ, ভোলা, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, সাতক্ষীরা ও বাগেরহাটের তথ্য বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয, ভৌগোলিক অবস্থানসহ বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। জলবায়ু-দুর্যোগের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি পড়তে হয় দরিদ্র জনগোষ্ঠীকে। দরিদ্রদের অভিযোজন সক্ষমতা সীমিত হওয়ায় তারা আরও বেশি বিপন্ন হয়ে পড়ে। অন্তর্ভুক্তিমূলক ও দারিদ্র্য সংবেদনশীল অভিযোজন কৌশল প্রণয়ন, জলবায়ু সংবেদনশীল দারিদ্র্য কমানোর উদ্যোগ, বিভিন্ন খাতে সমন্বয় ও আন্তঃসম্পর্কের সর্বোচ্চ ব্যবহার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সংগতি বজায় রাখা এবং স্থানীয় উদ্যোগগুলোকে শক্তিশালী করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

এমন আরো সংবাদ

Back to top button