ডিফল্ট ক্যাটাগরিভ্রমণ

‘হ্যালো গাইস’ খ্যাত রোহানের বিশ্বভ্রমণ ও সাফল্যের গল্প

Mohammed Robin
(Ruhan)“হ্যালো গাইস, ইটস মি, রোহান” – এই পরিচিত সম্ভাষণ দিয়েই ট্রাভেল ভ্লগার মুহাম্মদ রবিন অল্প দিনেই দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। ভৈরবের এই তরুণ পেশাদার ভ্লগিংয়ের মাধ্যমে তুলে ধরেন বিভিন্ন দেশের নয়নাভিরাম দৃশ্য।

কৈশোরের এক বন্ধুর উৎসাহে ভ্লগিং শুরু করা রোহান ইতিমধ্যেই ৩০টি দেশ ভ্রমণ করেছেন, যার মধ্যে ২৫টি দেশের অভিজ্ঞতা তিনি ক্যামেরাবন্দী করেছেন। ইন্দোনেশিয়া, জর্জিয়া, উজবেকিস্তান ও আজারবাইজানের মতো দেশগুলোতে তাঁর তৈরি ভিডিও বিশেষভাবে আকর্ষণ করেছে।

‘রোহান ভ্লগ’ নামের ফেসবুক পেজে তাঁর অনুসারীর সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়েছে, আর ইউটিউবে রয়েছে প্রায় ৩৪ হাজার সাবস্ক্রাইবার। প্রতি মাসে ফেসবুক প্ল্যাটফর্মে তাঁর ভিডিও ৩০ মিলিয়নের বেশি বার দেখা হয়, যা থেকে তিনি মাসে ৩ থেকে ৫ হাজার ডলার আয় করেন।

কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, নিজের ভুল থেকে শেখা এবং অনলাইন রিসোর্সের সহায়তায় রোহান ভ্লগিংয়ের কলাকৌশল রপ্ত করেছেন। তাঁর সাবলীল বাচনভঙ্গি ও সরল উপস্থাপনাই তাঁকে জনপ্রিয় করে তুলেছে। উজবেকিস্তানের চেরিবাগান, ইন্দোনেশিয়ার গ্রাম এবং এক উজবেক বন্ধুর সাথে যৌথ ভ্লগ তাঁর জনপ্রিয় ভিডিওগুলোর মধ্যে অন্যতম। এমনকি তাঁর একটি রিলস দেখে উজবেকিস্তানের এক তরুণী ইন্দোনেশিয়ায় তাঁর সাথে দেখা করতে আসেন।

ইংরেজি উচ্চারণ নিয়ে সমালোচনাকে পাত্তা না দিয়ে রোহান বলেন, উন্নত দেশগুলো নিজেদের ভাষা ও সংস্কৃতি নিয়ে বেশি সংবেদনশীল। দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে তিনি বেশ আশাবাদী এবং বিদেশি পর্যটকদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির ওপর জোর দেন।

এমন আরো সংবাদ

Back to top button