১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুলের রেকর্ড

ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন ১৯তম বারের মতো। শেরপা নন এমন আরোহীদের মধ্যে এটি নতুন রেকর্ড। ৫১ বছর বয়সী এই অভিজ্ঞ অভিযাত্রী স্থানীয় সময় রোববার (১৮ মে) সকাল ১১টায় নেপালি শেরপা দর্জি গ্যালজেনের সঙ্গে ৮,৮৪৯ মিটার (প্রায় ২৯,০০০ ফুট) উচ্চতায় শৃঙ্গ স্পর্শ করেন। খবর বিবিসি। ২০০৪ সালে প্রথমবার এভারেস্ট জয় করার পর থেকে প্রায় প্রতি বছরই এই চূড়ায় পৌঁছেছেন কুল। এবারের এই রেকর্ড আরোহনের মাধ্যমে তিনি নিজের আগের রেকর্ডই ভেঙেছেন।
অন্যদিকে, তার সহযাত্রী দর্জি গ্যালজেনের এটি ছিল ২৩তম বার এভারেস্ট জয়। তবে এভারেস্ট জয়ের সর্বোচ্চ সংখ্যক রেকর্ড এখনো নেপালি শেরপা কামি রিতার দখলে, যিনি এরইমধ্যে ৩০ বার এই শৃঙ্গ জয় করেছেন। ২০২২ সালে এভারেস্টে ১৬তম আরোহনের পর কেন্টন কুল এক সাক্ষাৎকারে রেকর্ড নিয়ে বিনয় প্রকাশ করে বলেছিলেন, ‘আমি সত্যিই অবাক হই যে এত আগ্রহ দেখানো হচ্ছে। যদিও বহু শেরপার এভারেস্ট আরোহণের সংখ্যা আমার চেয়েও অনেক বেশি।‘
চূড়ায় ওঠার চার দিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি জানান, অবশেষে তিনি অনুকূল আবহাওয়ার পূর্বাভাস পেয়েছেন। তিনি লেখেন, ‘চলুন প্রার্থনা করি যেন আমরা নিরাপদে এবং আনন্দের সঙ্গে উপরে উঠতে পারি।‘
এই অসাধারণ সাফল্যের প্রশংসা করেছেন অন্যান্য পর্বতারোহীরাও। এভারেস্ট অভিযানের অন্যতম অভিজ্ঞ গাইড ও মার্কিন অভিযাত্রী অ্যাড্রিয়ান ব্যালিঞ্জার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘দুই দশকের অভিজ্ঞতা সম্পন্ন কুল পর্বতের গল্প শেয়ার করার মতো দারুণ এক মানুষ। তার অভিজ্ঞতা, ব্যক্তিত্ব ও শক্তিই তাকে এভারেস্ট কমিউনিটির অমূল্য অংশ করে তুলেছে।‘