বিদেশ

ইন্ডিয়া বদলে ভারত নাম রাখার আবেদন খারিজ

ইন্ডিয়া ইন্ডিয়া নাম মুছে দেশব্যাপী এর নাম ভারত করার দাবি জানিয়ে দেশটির আদালতে আবেদন করেছিলেন এক ব্যবসায়ী। তবে ভারতীয় সুপ্রিম কোর্ট এ দাবি আমলে না নিয়ে তা প্রত্যাখ্যান করেছে। আদালত জানিয়েছে, এমন ইস্যুতে তারা কোনো ধরণের মধ্যস্থতা করতে চাইছে না। তবে কেন্দ্রীয় সরকার যদি চায় তাহলে তারা বিষয়টি বিবেচনা করে দেখতে পারে। ভারতীয় গণমাধ্যমে ব্যবসায়ীর নাম প্রকাশ করা হয়নি এখনো। তবে জানা গেছে তিনি দিল্লিতে ব্যবসা করেন। তার দাবি, ইন্ডিয়া নাম সরিয়ে ভারত বা হিন্দুস্থান সর্বত্র করা হোক। কারণ, ইন্ডিয়া নামের মধ্যে দাসপ্রথা প্রচারিত হয়।

বুধবার এ আবেদনের শুনানিতে কোনো মধ্যস্থতা করতে নারাজ বলে জানিয়েছে আদালত। আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, আমরা এটা করতে পারব না। সংবিধানে ইন্ডিয়াকে ভারতও বলা আছে। তাই এ নিয়ে কোনো সমস্যা নেই। আবেদনকারী পালটা যুক্তি দেন, ভারতের প্রাচীন ইতিহাস থেকে ইন্ডিয়া নাম কখনো ব্যবহৃত হয়নি। বরঞ্চ গ্রিক শব্দ ইন্ডিকা থেকে নেয়া হয়েছে এ নাম। তার দাবি, ভারত নাম হলে নাগরিকদের ঔপনিবেশিকতার বেড়াজাল থেকে বেরোতে সুবিধা হবে। বহু প্রাচীন যুগ থেকে ‘ভারত মাতা কি জয়’ শ্লোগান দেয়ার কথাও বলেন তিনি।

ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এমন আরো সংবাদ

Back to top button