কূটনীতিহাইলাইটস

১৫ বছর পর ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার

আজ আসছেন আমনা বালুচ

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ/ছবি: সংগৃহীত
পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ/ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় দশক পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক। এই বৈঠকে অংশ নিতে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ তার দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকায় আসছেন।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বৈঠকটি হবে। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। রাতে তার সম্মানে রাজধানীর বারিধারায় বিশেষ নৈশভোজ হবে। সুশীল সমাজের প্রতিনিধিরা এতে যোগ দেবেন।

জানা গেছে, বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, সংযুক্তিসহ নানান বিষয়ে আলোচনা করবেন। এদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন। ২০১২ সালের পর বাংলাদেশে এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

এমন আরো সংবাদ

Back to top button