জেলার খবর
চিলমারীতে চা দোকানের জরিমানা
করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বাজার মনিটরিং অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও চিলমারী থানা পুলিশ। এরই ধারাবহিকতায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম উপজেলা প্রত্যন্তঅঞ্চলের মিনাবাজার, মাষ্টারেরহাট, তিনথানার মোড়, মালেকমোড়, জোড়গাছ, থানাহাট বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় উপজেলা এলএসডি মোড় এলাকায় সাব্বির চা স্টোল খোলা রাখায় ব্যবসায়ীর জরিমানা করেন নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ ।