দেশস্বাস্থ্য

করোনা: ২৪ ঘণ্টায় ঢাকায় আক্রান্ত ২০, নারায়ণগঞ্জে ১৫

covid 19 in dhaka bangladeshদেশে করোনাভাইরাসে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১ জন। এর মধ্যে ঢাকায় ২০ ও নারায়ণগঞ্জে ১৫ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বেলা ২টার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬৪। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে। ফ্লোরা আরও জানান, নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ঢাকার রয়েছেন ২০ জন ও ১৫ জন নারায়ণগঞ্জের। এ ছাড়া কুমিল্লা, ঢাকার কেরানীগঞ্জ ও চট্টগ্রামে একজন করে আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন বলে জানান তিনি।

আইইডিসিআর পরিচালক বলেন, আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে আছে একজন। ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে আছে চারজন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে আছে ১০ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে আছে ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আছে ৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে আছে ৭ জন এবং ৬০ বছরের ওপরে আছে ৫ জন।

এমন আরো সংবাদ

Back to top button