সাহিত্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে “নেক্সট ৫০: কালেক্টিভ ফিউচারস” বইয়ের মোড়ক উন্মোচন

Press Release: Book Launch on the Future of the Built Environment at BRAC University আগামী ৫০ বছরে বাংলাদেশের মানবসৃষ্ট পরিবেশ কেমন হওয়া উচিত, এই ভাবনাকে কেন্দ্র করে “নেক্সট ৫০: কালেক্টিভ ফিউচারস” নামের স্থাপত্য বিষয়ক একটি গবেষণামূলক বই সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটিতে উন্মোচিত হয়েছে।

বইটিতে ঐতিহ্য সংরক্ষণ, নগর ও গ্রামীণ উন্নয়ন, স্থান নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক নকশা, দুর্যোগ মোকাবেলা, প্রযুক্তির বিকাশ, প্রাকৃতিক অবকাঠামো এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড কর্তৃক প্রকাশিত এই বইটিতে বিশ্বের ৮১ জন গবেষকের ৪৯টি প্রবন্ধ রয়েছে।

ওপেনস্টুডিও এবং কনটেক্সটবিডিডটকমের যৌথ উদ্যোগে বইটি প্রকাশিত হয়েছে। ওপেন স্টুডিও নকশা ও সংশ্লিষ্ট শাখাগুলোর সহযোগিতার একটি প্ল্যাটফর্ম এবং কনটেক্সটবিডি স্থাপত্য শিক্ষা ও চর্চার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম। শাহ সিমেন্ট এই প্রকাশনায় পৃষ্ঠপোষকতা করেছে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ডিন এবং বইটির প্রধান সম্পাদক প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক বইটির আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ জাকিউল ইসলাম বইটির গুরুত্ব ও বাংলাদেশের নগর উন্নয়নে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ড. তানজিল শফিক ও ড. সাইমুম কবির, যারা বইটির প্রকাশনায় নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারা এই প্রকাশনার পেছনের গল্পগুলো তুলে ধরেন।

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বইটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, বইটি নীতিনির্ধারক, উন্নয়নকর্মী এবং বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে অবদান রাখা ব্যক্তিদের জন্য একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে শাহ সিমেন্টের পক্ষ থেকে আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং পরিচালক নওশাদ চৌধুরী বাংলাদেশের উন্নয়নে বেসরকারি খাতের অবদান তুলে ধরেন এবং ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন।

এমন আরো সংবাদ

Back to top button