প্রবাস

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর ইফতার

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর ইফতার ও ডিনার আয়োজন।অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) পবিত্র রমজান মাসে সিডনির রিভারউডের কঙ্কা ডো’রোতে একটি জমকালো ইফতার ও ডিনার অনুষ্ঠানের আয়োজন করে।  ১৩ই মার্চ অনুষ্ঠিত এই অনুষ্ঠানের  মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একতা, বন্ধুত্ব ও ইসলামী চেতনা বৃদ্ধি করা।

অনুষ্ঠানের শুরুতে, ইসলামিক পণ্ডিত শেখ হাসান এলসেতোহি ব্যবসায়ীদের জন্য ইসলামের দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। এরপর এবিবিসির চেয়ারম্যান জনাব ফয়েজ দেওয়ান সকল অতিথিদের স্বাগত জানান এবং কাউন্সিলের বিগত বছরের কার্যক্রম ও সাফল্যের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি এবিবিসির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বক্তব্য রাখেন এবং ইসলামী সংস্কৃতি ও সম্প্রীতির প্রতি সম্মান জানিয়ে ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি, অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের স্বরাষ্ট্র ও অভিবাসন মন্ত্রী মাননীয় টনি বার্ক এমপি, এবিবিসির ইফতার আয়োজন এবং এর সক্রিয় কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন এবং তার সাম্প্রতিক বাংলাদেশ সফর ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে আলোচনার কথা তুলে ধরেন। তিনি অস্ট্রেলিয়ান ভিসা প্রসেসিং সেন্টার বাংলাদেশে পুনরায় চালু করার জন্য তার অঙ্গীকারের কথা জানান। এবিবিসির ভাইস-চেয়ারম্যান জনাব আবু শাহাদাত সরকার টনি বার্ক এমপিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

এবিবিসির সাধারণ সম্পাদক জনাব মোতাসিম বিল্লাহ সকল অংশগ্রহণকারী, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্পনসর ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এবিবিসি ডিরেক্টরির কথা উল্লেখ করেন, যা অস্ট্রেলিয়ার বৃহত্তম বাংলাদেশী বিজনেস ডিরেক্টরি এবং ত্রিশটিরও বেশি বিভাগে প্রায় দুই হাজার বাংলাদেশী ব্যবসাকে তালিকাভুক্ত করেছে।

এরপর এবিবিসির ভাইস-চেয়ারম্যান শাহীনুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাজেদা আক্তার সানজিদা এবং কোষাধ্যক্ষ সৈয়দ মাহবুব মোর্শেদ ইসলামিক পণ্ডিত শেখ হাসান এলসেতোহি ও স্পনসরদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। কোষাধ্যক্ষ সৈয়দ মাহবুব মোর্শেদ সকলকে এবিবিসির সদস্য হওয়ার জন্য এবং এবিবিসি বিজনেস ডিরেক্টরিতে তাদের ব্যবসা নিবন্ধন করার জন্য উৎসাহিত করেন।

সম্পাদনা
এম আর জান্নাত স্বপন

এমন আরো সংবাদ

Back to top button