বিদেশ

শুক্রবার শপথ নেবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

কানাডার লিবারেল নেতা মার্ক কার্নি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রোববার দলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। ছবি: এএফপি
কানাডার লিবারেল নেতা মার্ক কার্নি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রোববার দলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। ছবি: এএফপি

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) সকালে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নেবেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি।  স্থানীয় সময় বুধবার (১২ মার্চ) কানাডার গভর্নর জেনারেলের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।  কানাডার প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে দেশটিতে ‘নিরবচ্ছিন্ন ও দ্রুত’ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন উদারপন্থি নেতা কার্নি।

৫৯ বছর বয়সী মার্ক কার্নি রাজনীতিতে নবীন। গত রোববার (৯ মার্চ) বিপুল ভোটে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন তিনি। দলের দেড় লাখের বেশি সদস্যের মধ্যে ৮৬ শতাংশ ভোট পেয়েছেন কার্নি। এর আগে মার্ক কার্নি ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।

জয়ের পর সমর্থকদের উদ্দেশে এক ভাষণে কার্নি ওয়াশিংটনের প্রতি বেপরোয়া স্বরে বলেন, ‘হকির মত বাণিজ্যেও জিতবে কানাডা।’ বুধবার কার্নি বলেন, অর্থনৈতিক টানাপোড়েন এড়াতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নবায়নকৃত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত।

এমন আরো সংবাদ

Back to top button