অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশি নারীদের অন্যতম বৃহৎ সংগঠন অসি বাংলা সিস্টারহুডের উদ্যোগে গত ৯ মার্চ লিভারপুলের একটি অডিটোরিয়ামে বর্ণাঢ্য ঈদ মেলার আয়োজন করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই মেলা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির এক অসাধারণ মিলনমেলায় পরিণত হয়।
সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলা এই মেলায় সিডনি এবং এর আশপাশের শহরগুলো থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। মেলার শুরু থেকেই অডিটোরিয়ামটি দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ঈদ মেলায় পোশাক, গহনা, মেহেদি, খেলনা এবং মুখরোচক দেশীয় খাবারের মোট ৭৫টিরও বেশি স্টল ছিল। স্টলগুলোর বেশিরভাগই ছিল বাংলাদেশি নারী উদ্যোক্তাদের। শিশুদের জন্য ছিল ফেস পেইন্টিং ও ছবি আঁকার ব্যবস্থা।
অসি বাংলা সিস্টারহুডের প্রতিষ্ঠাতা জান্নাত ফেরদৌস মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। তিনি বিভিন্ন স্টল ঘুরে অংশগ্রহণকারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মেলার সুশৃঙ্খল আয়োজনের জন্য দর্শনার্থীরা ভূয়সী প্রশংসা করেন। অডিটোরিয়ামটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছিল, যা দর্শকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তোলে। রমজানের থিমে রিবনস অ্যান্ড রোজেসের ব্যানারটি ছিল বিশেষ আকর্ষণ।
সিডনির প্রবাসী বাংলাদেশিরা পরিবার ও বন্ধুদের সঙ্গে এই মেলায় অংশ নিয়ে ঈদের কেনাকাটা করেন এবং আনন্দঘন সময় কাটান। মেলায় খাবারের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অল্প সময়ের মধ্যেই সব খাবার বিক্রি হয়ে যায়। সিডনির বাইরের শহর থেকেও অনেক অতিথি মেলায় অংশ নিয়ে এর সুষ্ঠু আয়োজনের প্রশংসা করেন।