রমজানে রিয়েলমির আকর্ষণীয় অফার: পরিবারসহ বিদেশ ভ্রমণের সুযোগ
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশের গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব অফার নিয়ে এসেছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই রমজানকে স্মরণীয় করে রাখতে গ্রাহকদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে পরিবারসহ বিদেশ ভ্রমণের সুযোগ, যার আর্থিক মূল্য ২ লাখ টাকা। এছাড়াও, দেশের অভ্যন্তরে পরিবারসহ ভ্রমণের জন্য ৮০ হাজার টাকার অফারও দিচ্ছে রিয়েলমি।
আজ থেকে শুরু হওয়া রিয়েলমির এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে ঈদ পর্যন্ত। এই সময়ে গ্রাহকরা বিভিন্ন বিশেষ অফার উপভোগ করতে পারবেন। দেশজুড়ে রিয়েলমির সব আউটলেটে এসব অফার পাওয়া যাবে এবং এই ক্যাম্পেইনে সবার জন্য থাকছে বিশেষ কিছু উপহার।
এছাড়াও, রিয়েলমি তাদের কয়েকটি নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে ‘বাই ওয়ান গেট ওয়ান’ (বোগো) অফার দিচ্ছে। এই মডেলগুলো হলো: নোট ৬০এক্স, নোট ৬০, সি৬১, সি৬৩, সি৭৫ এবং রিয়েলমি ১২। এই অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রিয়জনদের স্মার্টফোন উপহার দিয়ে আনন্দকে দ্বিগুণ করতে পারবেন।
বোগো অফারের পাশাপাশি রিয়েলমি ১২ মডেলের স্মার্টফোনের দামও কমানো হয়েছে। ক্যাম্পেইন চলাকালীন ২৯,৯৯০ টাকার এই স্মার্টফোনটি পাওয়া যাবে ২৭,৯৯৯ টাকায়।
রমজানের আনন্দ আরও বাড়িয়ে দিতে রিয়েলমি দিচ্ছে বাডস টি১১০ এবং লাইভ স্ট্রিমিং স্ট্যান্ড, যা গ্রাহকদের তাদের প্রিয় মুহূর্তগুলো বন্ধু ও পরিবারের সঙ্গে সহজে ভাগ করে নিতে সাহায্য করবে। পাশাপাশি, রমজান মাসজুড়ে গ্রাহকরা বিনামূল্যে বাংলালিংক ডেটা বান্ডেল উপভোগ করতে পারবেন।
এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা নিকটস্থ রিয়েলমির যেকোনো আউটলেটে যোগাযোগ করতে পারেন।