প্রবাস

এডিনবরাতে মাতৃভাষা দিবস উদযাপন

Foysol Choudhury MBE MSP
স্কটিশ বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এডিনবরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। ২৩ ফেব্রুয়ারি এডিনবরার পোর্টোবেলোতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংযোগ স্থাপন এবং ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষিকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এক অনন্য উদাহরণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্য মাননীয় ফয়ছল হোসেন চৌধুরী এমবিই এমএসপি। তিনি স্কটিশ বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন পরামর্শদাতা। তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের তরুণ প্রজন্মের জন্য মাতৃভাষাকে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধুমাত্র সাংস্কৃতিক সংযোগ বজায় রাখতেই সাহায্য করে না, বরং সমাজে অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির মানুষ অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন বাংলাদেশি-স্কটিশ, আইরিশ, ইংরেজ, ফরাসি, জার্মান, পোলিশ, আফ্রিকান, স্প্যানিশ, জাপানি, গ্রিক এবং ভারতীয় শিল্পী ও দর্শনার্থীরা। স্কটিশ বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব জিয়াউদ্দিন খান সিদ্দিক (সুমন) তার বক্তব্যে বলেন, “আমরা এই অর্জনে অত্যন্ত গর্বিত এবং যারা এই অনুষ্ঠান সফল করতে সহায়তা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

সংগঠনের সাধারণ সম্পাদক জনাব খান এলাহী এডিনবরায় একটি স্থায়ী “শহীদ মিনার” (স্মৃতিস্তম্ভ) প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সংগঠনের ইভেন্ট ম্যানেজমেন্ট সচিব জনাব নাজিম আহমেদ অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, শিল্পী এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।

স্কটিশ বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২২ সালের এপ্রিলে স্কটিশ চ্যারিটি রেজিস্ট্রিতে নিবন্ধিত হয়। এই সংগঠনের লক্ষ্য হল শিক্ষা, কমিউনিটি ডেভেলপমেন্ট, শিল্প, ঐতিহ্য, সংস্কৃতি, বিজ্ঞান, সামাজিক কল্যাণ, স্বাস্থ্য ও সুস্থতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাজ করা।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker