লাইফস্টাইল

বায়োজিনের বসন্ত বিলাস অফার: ত্বকের যত্নে বিশেষ ছাড় ও সুবিধা

Bio-Xin’s "Bosonto Bilash Offer" is Here to Add Proper Care to Your Skin and Hair!
বসন্তের রঙে নিজেকে রাঙাতে চলছে বায়োজিন বসন্ত বিলাস অফার !

বসন্তের আগমনে বায়োজিন নিয়ে এসেছে “বসন্ত বিলাস” অফার, যা চলবে মাসব্যাপী তাদের ১৭টি শাখায়। এই অফারে ত্বক ও চুলের যত্নে থাকছে বিশেষ ছাড় এবং বিভিন্ন সুবিধা।

এই বিশেষ অফারে যা যা থাকছে:

  • ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টে ৫০% ছাড়: ত্বক ও চুলের যেকোনো সমস্যার সমাধানে আধুনিক মানের ট্রিটমেন্টে পাওয়া যাচ্ছে অর্ধেক দাম।
  • ডার্মো কসমেটিকসে ৩০% ছাড়: বিভিন্ন অথেনটিক ডার্মো কসমেটিকস পণ্যে থাকছে বিশেষ ছাড়।
  • ফ্রি কনসালটেশন: ত্বক ও স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ এবং নিউট্রিশনিস্টের কাউন্সেলিং একদম বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
  • বিশেষ মূল্যে ফেসিয়াল ও লেজার ট্রিটমেন্ট: বায়ো হাইড্রা ফেসিয়াল এবং বায়ো লেজার ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে মাত্র ৯৯৯ টাকায়।

বায়োজিন তাদের গ্রাহকদের জন্য বিশ্বমানের স্কিনকেয়ার সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা মনে করে, প্রতিটি মানুষের ত্বকের ধরন এবং প্রয়োজন আলাদা, তাই তাদের সেবাও হওয়া উচিত ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী। এই জন্য তারা পার্সোনালাইজড স্কিনকেয়ার ট্রিটমেন্টের উপর জোর দেয়, যা ব্যবহারকারীর ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও কার্যকরী।

বায়োজিনের পণ্যের মান নিয়ে অনেকেই সন্তুষ্ট। তাদের দাবি, তাদের পণ্যে কোনো ক্ষতিকর উপাদান নেই এবং এগুলো ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ। আধুনিক জীবনে সঠিক স্কিনকেয়ারের গুরুত্ব অনেক। তাই, নিজের ত্বকের জন্য সঠিক পণ্য বেছে নেওয়া প্রয়োজন।

এছাড়াও, বায়োজিনে শিশুদের ত্বকের জন্য রয়েছে বিশেষ যত্ন। তাদের কাছে আছে বিশ্বখ্যাত ইউরোপিয়ান ব্র্যান্ড বেবেলের বেবি কেয়ার প্রোডাক্টস।

“বসন্ত বিলাস” অফারটি বায়োজিনের ১৭টি ব্রাঞ্চে পাওয়া যাচ্ছে। এছাড়াও, দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করা যাবে।

এমন আরো সংবাদ

Back to top button