দেশহাইলাইটস

অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রখ্যাত ইতালীয় অপেরা গায়কের সাক্ষাৎ

সুইজারল্যান্ডের দাভোসে  বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিখ্যাত ইতালীয় সঙ্গীতশিল্পী আন্দ্রেয়া বোচেলি। ছবি : পিআইডি
সুইজারল্যান্ডের দাভোসে বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিখ্যাত ইতালীয় সঙ্গীতশিল্পী আন্দ্রেয়া বোচেলি। ছবি : পিআইডি

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে বুধবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিখ্যাত ইতালীয় সঙ্গীতশিল্পী আন্দ্রেয়া বোচেলি। দৃষ্টি প্রতিবন্ধী অপেরা গায়ক বোচেলি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, ইউনূসের দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশকে বদলে দেবে।

সাক্ষাৎকালে বোচেলির দল অধ্যাপক ইউনূসকে আন্দ্রেয়া বোচেলি ফাউন্ডেশনের কাজ সম্পর্কে অবহিত করেন, যা সাম্প্রতিক বছরগুলোতে হাইতিসহ দরিদ্র দেশে এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোর জন্য স্কুল নির্মাণ করেছে।  ফাউন্ডেশনের উপদেষ্টা বোর্ডে থাকা অধ্যাপক ইউনূস বিখ্যাত সঙ্গীতশিল্পীকে এশিয়ার দেশগুলোতে তার দাতব্য কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।  বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button