দেশহাইলাইটস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল বুধবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ও কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এস জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। আমি মনে করি না, এটা এখানে বলা ঠিক হবে। পরে আমি আরও বিস্তারিত জানাব।’

ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে ক্ষমতা থেকে উৎখাত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। ইতোমধ্যে হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য অনুরোধ করেছে ঢাকা। কিন্তু এ বিষয়ে এখনও ভারতের সাড়া পাওয়া যায়নি।

এমন আরো সংবাদ

Back to top button