দেশহাইলাইটস

যখনই ঘটনা তখনই তথ্য, ক্র্যাবের আহ্বানে চালু হচ্ছে ডিএমপির হটলাইন

যখনই ঘটনা তখনই তথ্য‘যখনই ঘটনা তখনই তথ্য’ এই চিন্তাকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগে একটি হটলাইন চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, তথ্যসেবার এ নতুন হটলাইন নম্বরে সাংবাদিকরা বিশেষ করে ক্রাইম রিপোর্টাররা কোনো ঘটনার তাৎক্ষণিক তথ্য যেমন জানতে পারবেন, তেমনি জানাতেও পারবেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, পুলিশ এবং ক্র্যাব পরস্পর সহযোগী হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা বজায় থাকবে। পুলিশের তরফ থেকে যথাসময়ে তথ্য পাওয়া না গেলে ইনফরমেশন গ্যাপের সম্ভাবনা থাকে বলে উল্লেখ করেন ক্র্যাব সভাপতি।

ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ডিএমপি এবং ক্র্যাব সদস্যদের মধ্যে পার্টনারশিপ ভিত্তিতে ওরিয়েন্টেশনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। ‘যখনই ঘটনা তখনই তথ্য’ এই চিন্তা থেকে কো-অপারেট করার জন্য ডিএমপি কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।

বাদশাহ্ বলেন, সামাজিক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য পুলিশ ও সাংবাদিক পাশাপাশি থেকে কাজ করতে চাই। আমরা একে অপরের পরিপূরক। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হই সে বিষয়ে ডিএমপির সহযোগিতা কামনা করছি। তথ্য প্রবাহ নিশ্চিতে কী উদ্যোগ গ্রহণ করা যায়, সেজন্য ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামকে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন কমিশনার।

পরে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম ক্র্যাব নেতৃবৃন্দের আহ্বানে বলেন, মিডিয়া থেকে রাত ২টা আড়াইটায় তথ্য নিশ্চিতে ফোন করা হয়। তা সবসময় সাড়া দেওয়া সম্ভব হয় না। এজন্য আমরা একটা হটলাইন চালু করতে পারি। যেখানে তিনজন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন যারা রোস্টার করে ডিউটি করবেন। তারা কোনো ক্রাইম বা ইনসিডেন্টের তথ্য সংগ্রহ করবেন এবং সাংবাদিকরা ফোন করলে তা জানাবেন। আবার সাংবাদিকরাও জানাতে পারবেন। নজরুল ইসলাম বলেন, আমরা সাংবাদিক পুলিশসহ সবাই মিলে যদি চাই তবে সুন্দর একটা সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এমন আরো সংবাদ

Back to top button