কূটনীতিরাজনীতি

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।  আজ সোমবার বেলা ১১টা থেকে ১২টা ১৫ পর্যন্ত চীনের দূতাবাসে অনুষ্ঠিত এ বৈঠকে চীনের রাষ্ট্রদূতের নেতৃত্বে দুইজন প্রতিনিধি ও এলডিপির পাঁচজন নেতা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও চীনকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগের জন্য অনুরোধ জানানো হয়।’

তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করার গুরুত্ব তুলে ধরেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা এবং ন্যাশনাল ইউনিটি সুদৃঢ় করার বিষয়টিও রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

এমন আরো সংবাদ

Back to top button