প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টানতে টিকটকের মতো ফিচার নিয়ে এল ইনস্টাগ্রাম

২০২০ সালের আগস্টে প্রথমবারের মতো রিলস ফিচার চালু করে ইনস্টাগ্রাম। ছবি: সিনেট
২০২০ সালের আগস্টে প্রথমবারের মতো রিলস ফিচার চালু করে ইনস্টাগ্রাম। ছবি: সিনেট

আদালতের নির্দেশে গতকাল রোববার কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্রে টিকটকের সেবা বন্ধ করার পর ফের সচল হতে শুরু করেছে অ্যাপটি। প্ল্যাটফর্মটির এই সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের বসবাসকারী বিপুলসংখ্যক টিকটক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে বেশ কিছু আপডেট নিয়ে আসছে ইনস্টাগ্রাম। সেই সঙ্গে নতুন ভিডিও তৈরির অ্যাপ ‘এডিটস’ চালু করার ঘোষণা দিয়েছে মেটা। জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন অ্যাপটির।

গত শুক্রবার ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, ইনস্টাগ্রামের প্রোফাইল পেজে ছবি দেখানোর পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ইনস্টাগ্রামের প্রোফাইল ছবি গ্রিডে আয়তক্ষেত্রাকার হিসেবে প্রদর্শিত হবে, যা অনেকটা টিকটক প্রোফাইল পেজের মতো।

পরে গত শনিবার মোসেরি আরও জানান, ইনস্টাগ্রাম রিলসের ভিডিওর সময়সীমা ৯০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করা হবে। এর ফলে, টিকটকের মতো ইনস্টাগ্রামও ব্যবহারকারীদের দীর্ঘ ভিডিও তৈরি করার সুযোগ দিচ্ছে। ২০২৩ সালে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার ফিচার শুরু করেছিল টিকটক।

এমন আরো সংবাদ

Back to top button