
দ্বিতীয় বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই দফায় বিশ্বজুড়ে যে নানা তোলপাড় হবে তা আগেই ধারণা করা হয়েছিলো। এবার তা সত্যি হতে চলেছে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সীমান্ত নিরাপত্তা, জ্বালানি, আমেরিকান পরিবারে জীবনযাত্রার ব্যয় কমানোসহ ফেডারেল সরকারের কার্যপদ্ধতির ওপর ২০০টিরও বেশি নির্বাহীআদেশে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। অবশ্য মার্কিন নির্বাচনে জেতার পর থেকেই তিনি এবং তাঁর মনোনীত সদস্যদের দল কাজে লেগে পড়েছিলেন। এই আবহে ট্রাম্পের দলের সঙ্গে যুক্ত এক কর্মকতা জানিয়েছেন, প্রথম দিনই ট্রাম্প বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করে সবাইকে চমকে দেবেন।
এসব আদেশে, ‘প্রেসিডেন্ট ঐতিহাসিক ধারাবাহিক নির্বাহী আদেশ ও পদক্ষেপ জারি করছেন যা আমেরিকান সরকারকে মৌলিকভাবে সংস্কার করবে। এই সব নির্দেশের মধ্যে আমেরিকান সার্বভৌমত্বের বিষয়টিও রয়েছে।’ রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই জাতীয় সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করতে চলেছেন ট্রাম্প। এছাড়া আমেরিকার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সুরক্ষিত করতে মার্কিন সামরিক বাহিনী ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেবেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে যে সকল অপরাধ চক্র সক্রিয় আছে, তা ধ্বংস করার বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার দেবেন ট্রাম্প।
সীমান্তে দেয়াল নির্মাণ অব্যাহত রাখতে ট্রাম্প সামরিক বাহিনীকে নির্দেশ দেবেন এবং অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সামরিক বাহিনীকে জরুরি ক্ষমতা দেবেন। একই সাথে অবৈধ অভিবাসীদের বহিস্কারও খুব দ্রুত তিনি শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।