যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান সোমবার (আমেরিকান সময়) দুপুরে। সে হিসেবে বাকি আর মাত্র একদিন। কিন্ত তার আগেই প্রকৃতি বিরূপ। ওয়াশিংটনে তাপমাত্রা নামছেই। আবহাওয়া অফিস বলছে, রেকর্ড ভেঙ্গে শপথের দিন সোমবার ওয়াশিংটন ডিসির তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তাই আগের সব পরিকল্পনা বাতিল। বাতাস ও রেকর্ড ঠান্ডায় ক্যাপিটল হিলের বাইরের অঙ্গনের শপথ অনুষ্ঠান হচ্ছে না এবার। এর বদলে ভেতরের হলরুমে হবে আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা বদলের আনুষ্ঠানিকতা। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্ট দিয়ে এই খবর নিশ্চিতও করেছেন।
বলেছেন, “দেশজুড়ে একটি আর্কটিক বিস্ফোরণ ঘটছে। আমি কোনভাবেই চাই না আমার শপথ অনুষ্ঠানে এসে ঠান্ডায় কোন মানুষ আহত-অসুস্থ হোক।” ২০০৯ সালে, বারাক ওবামার শপথগ্রহণের সময় তাপমাত্রা ছিল মাইনাস-২ সেলসিয়াস। চার বছর আগে জো বাইডেন যখন শপথ নেন তখন ছিলো ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল রোটুন্ডার ভেতর থেকে শপথ নেবেন।
ওয়াশিংটনে যারা আসবেন তারা প্রায় সকলেই ব্যক্তিগতভাবে অনুষ্ঠানটি নিজ চোখে দেখতে পারবেন না। ৪০ বছরের মধ্যে এটিই প্রথম ক্যাপিটল সিঁড়িতে শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যান যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখনও অতিরিক্ত ঠান্ডার কারনে ঘরের ভেতরে স্থানান্তরিত করা হয়েছিল অনুষ্ঠান। এবার রাষ্ট্রপতি জো বাইডেন, কংগ্রেসের সদস্য এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য গণ্যমান্য ব্যক্তি এবং উল্লেখযোগ্য অতিথিরা ক্যাপিটলের ভেতর থেকে অনুষ্ঠানটি দেখতে পারবেন।
পুলিশ সাংবাদিকদের জানিয়েছে যে, ক্যাপিটলের বাইরের আঙ্গিনায় বসে শপথ অনুষ্ঠান দেখতে যারা টিকেট নিয়েছিলেন তারা সেখানে জড়ো হতে পারবেন না। তবে অনেকগুলি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে এ অনুষ্ঠান।
এদিকে, ভারী তুষারে ঢাকা পড়েছে ওয়াশিংটন ডিসির পথঘাট। তা পরিস্কারে শত শত যানবাহন কাজ করছে। শপথ অনুষ্ঠনের জন্য বিশেষ বিমানে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিবার নিয়ে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে পৌঁছেছেন। রাতে ভার্জিনিয়া গল্ফ কোর্সে একটি সংবর্ধনা এবং আতশবাজি প্রদর্শন হয় তার সন্মানে।
শপথ গ্রহণের আগের দিন ক্যাপিটাল ওয়ান এরিনায় তিনি একটি সমাবেশের আয়োজন করবেন, যেখানে ভিলেজ পিপল, কিড রক এবং বিলি রে সাইরােস পরিবেশনা হওয়ার কথা রয়েছে।