অর্থনীতিহাইলাইটস

ঋণের সুদের হার কমাতে বেইজিংকে অনুরোধ করবে ঢাকা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আসন্ন সফরকালে বাংলাদেশ চীনের কাছ থেকে প্রাপ্ত ঋণের সুদের হার কমানো এবং ঋণ পরিশোধের সময়কাল ৩০ বছর পর্যন্ত বাড়ানোর দাবি জানাবে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার বেইজিং সফরের বিষয়ে এক ব্রিফিংয়ে তৌহিদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধানত, অর্থনৈতিক বিষয়াদি আলোচনায় আসবে। কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ উপদেষ্টা বলেন, তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিশ্রুতি ফি প্রত্যাহারের অনুরোধও করবেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তৌহিদ হোসেন বলেন, বাজেট সহায়তা, চলমান প্রকল্পের জন্য ঋণ ছাড় ত্বরান্বিত করা এবং প্রতিশ্রুতি ফি অপসারণ তার চীনা প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে। তিনি বলেন, ‘আমরা আরও অনুসন্ধান করব, চীন কীভাবে বাজেট সহায়তা প্রদান করতে পারে এবং বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের জন্য ঋণ ছাড় ত্বরান্বিত করতে পারে।’ পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রতিশ্রুতি ফি সম্পূর্ণ প্রত্যাহারের জন্যও অনুরোধ করা হবে।

গত বছরের আগস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দ্বিপক্ষীয় সফর’ হিসেবে এই সফরকে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার ও গভীর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ সফরকালে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতাসহ সহযোগিতার মূল ক্ষেত্রগুলো পর্যালোচনা করা হবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানসহ ভবিষ্যতের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা করা হবে।

২০২১ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবিত বহুপক্ষীয় উন্নয়ন কাঠামো, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন উল্লেখ করেন, এই উদ্যোগের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা ইতিবাচকভাবে তুলে ধরা হবে।

এমন আরো সংবাদ

Back to top button