ধর্মীয়
১১ জানুয়ারি সিলেটে যাচ্ছেন আজহারী, ১০ লাখ মানুষ হওয়ার সম্ভাবনা
সিলেট তাফসীরুল কুরআন মাহফিলে যোগ দিতে আসছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। এই মাহফিলকে ঘিরে ইতিমধ্যে সিলেটজুড়ে তার ভক্তদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এই মাহফিলে কমপক্ষে ১০ লাখ লোক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ চলতি মাসে আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে সিলেট এমসি কলেজ মাঠে ৩ দিনব্যাপী মাহফিলের শেষদিনে আলোচনা পেশ করবেন মিজানুর রহমান আজহারী।
এদিকে আজহারীর মাহফিলকে কেন্দ্র করে ইতিমধ্যে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাঠ প্রস্তুতিসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ চলছে।