প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংস্কার ও জাতীয় ঐক্যমত গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওয়ান-টু-ওয়ান ডিসকাশন ছিল। সেখানে নির্বাচনব্যবস্থাসহ বিভিন্ন সংস্কার, জনমত গঠনে জাতীয় ঐক্য এবং ব্যাংক খাত নিয়ে কথাবার্তা হয়েছে।
নির্বাচনের দিনক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে কিনা, এক সাংবাদিকের এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারে আমরা একটা কমিশন করেছি, সেই সংস্কারের বিষয়ে আলাপ হয়েছে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনো আলাপ হয়নি।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন বিষয়ে বক্তব্য দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ।
তার বক্তব্যের সূত্র ধরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই কথাবার্তা বলবেন। তারা এটা পরে জানাবেন।
সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার অগ্রগতি জানতে চাইলে শফিকুল আলম বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তারা আমাদের জানিয়েছেন ঠিক সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি।
অনেকেই সময় বাড়িয়ে নিয়েছেন। আমরা আশা করছি, ছয়টি কমিশনের মধ্যে পাঁচটি কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবেন।