দেশহাইলাইটস

তারেক রহমানে দেশে ফিরতে আর বেশি দিন নেই: সালাহউদ্দিন

তারেক রহমানতারেক রহমানের দেশে ফেরার জন্য পরিবেশ এখনো তৈরি হয়নি। যার জন্য বেশকিছু দিন আর সময় লাগবে। তবে তিনি খুব তাড়াতাড়ি আসবেন।

দুই সপ্তাহের লন্ডন সফর শেষে আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই তথ্য দিয়েছেন।

তিনি বলেন তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে,আপনারা ধীরে ধীরে এ বিষয়ে জানতে পারবেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন।

তিনি আরো জানান বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে যতদ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভাসা ভাসা সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাব। তবে তা কিংস পার্টির মত যেন না হয়।

এমন আরো সংবাদ

Back to top button