বিদেশ

থাইল্যান্ডের নারী প্রধানমন্ত্রী ৪০০ মিলিয়ন ডলারের সম্পদ

পেতংতার্ন সিনওয়াত্রা ৩৭ বছর বয়সী থাইল্যান্ডের নারী প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রা ৪০০ মিলিয়ন ডলারের সম্পদের মালিক। যুক্তরাজ্যের লন্ডন, জাপানসহ বিশ্বের কয়েকটি দেশে বাড়ি রয়েছে তাঁর। এছাড়া ২০০টি বিশেষ ডিজাইনের হ্যান্ডব্যাগ। যেগুলোর মূল্য দুই মিলিয়ন ডলার। সাথে আছে অন্তত ৭৫টি দামি হাতঘড়ি। যেগুলোর দাম প্রায় ৫ মিলিয়ন ডলার।

দেশটির জাতীয় দুর্নীতি বিরোধী কমিশনের কাছে সম্পদের তথ্য প্রকাশে তিনি বাধ্য। এরই অংশ হিসেবে তিনি কত টাকা ও সম্পদের মালিক তা জানিয়েছেন।

পেতংতার্ন সিনওয়াত্রা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ছোট মেয়ে। থাকসিন এক সময় ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ছিলেন। তিনি টেলিকম ব্যবসায় জড়িত। ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ ২ দশমিক ১ বিলিয়ন ডলার।

এমন আরো সংবাদ

Back to top button