দেশহাইলাইটস

হাসিনার সম্পর্কে যা বললেন: উপদেষ্টা  ফরিদা আখতার

ফরিদা আখতারএখনও শহিদ পরিবারের অনেকে হুমকি পাচ্ছেন, এটা দুঃখজনক। আমরা আপনাদের পাশে আছি। শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতে করা হবে।আজ ঢাকা বিভাগে শতাধিক শহিদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে ,এ জন্য শহিদদের পরিবারের সবাইকে সতর্ক থাকতে হবে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা আরও বলেছেন শহিদ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। এ জন্যই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আর্থিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কাজও চলছে। সঠিক বিচারের দায় আমরা নিয়েছি। সে কাজ শুরু হয়েছে। আমরা বা তোমরা কোনো বিভেদ নেই। কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে। তাই শহিদ পরিবারের সবাই সতর্ক থাকুন। এ যাত্রায় আমাদের জিততেই হবে। জেতার বিকল্প নেই।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শহিদদের হত্যার বিচারের সঙ্গে সরকার একমত। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন ছাড়াও সরকারের পক্ষ থেকেও শহিদ পরিবারকে সহায়তা করা হবে। আইন উপদেষ্টাকে বলবো, অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে শহিদদের আইনি সহায়তার জন্য আলাদা সেল গঠন করা যেতে পারে।

এমন আরো সংবাদ

Back to top button