সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদ্যাপন
এসো মিলি প্রাণের টানে, স্মৃতিময় বিদ্যালয় প্রাঙ্গণে এই স্লোগানকে সামনে নিয়ে জমকালো আয়োজনের মাধ্যমে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদ্যাপন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদ্যাপন কমিটির আয়োজনে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি মধ্যে ছিল অনুষ্ঠানের শুভ উদ্বোধন, আনন্দ শোভাযাত্রা, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন,পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, শোক প্রস্তাব, বিদ্যালয়ের ডকুমেন্টারি প্রদর্শন, স্মৃতিচারণ, আলোচনা সভা, রাফেল ড্র ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গণ থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১ টায় সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খানমের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র সহকারী অধ্যাপক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত শতবর্ষ উদ্যাপন কমিটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র লায়ন রবিউল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, শিক্ষা কর্মকর্তা তোজাম্মেল হক,এ কে এম লুৎফর রহমান বাবলু, সাংবাদিক সাগর খান, এস এম রাজু আহম্মেদ, মাসুম খান, জাহিদুল ইসলাম, সুমন ইসলাম, মেহেদি খান, পাভেল প্রমুখ।আলোচনা শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজের বিরতি দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ, রাফেল ড্র ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।