কোলকাতা : স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে গত কুড়ি বছর ধরে স্বাস্থ্য মেলা করে চলেছে পশ্চিমবঙ্গের সুন্দরবন লাগোয়া বারুইপুরের চম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মানুষের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন তারা লড়াই করছেন। তবে তাদের এবারের স্বাস্থ্য মেলা বিশেষ মাত্রা যোগ করেছে। যা স্বাস্থ্যে নতুন পথ দেখাচ্ছে পশ্চিমবঙ্গকে । যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে মানুষের মধ্যে।
এবারেই প্রথম এই স্বাস্থ্য মেলার সঙ্গে যুক্ত হয়েছিল সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরাম। গত ৮ই ডিসেম্বর রাইডার কমিউনিটি ওফ বেঙ্গল নামক তরুণ প্রজন্মের শতাধিক বাইক রাইডারদের নিয়ে একটি সুন্দর র্যালি বারুইপুরের বিভিন্ন স্থানে স্বাস্থ্য সচেতনা মূলক প্রচার দিয়ে কার্যত ১৯ তম স্বাস্থ্য মেলা- ২০২৪ এর সূচনা হয় । সেই বাইক র্যালিতে অংশগ্রহণ করেন এই মেলার প্রধান উদ্যোক্তা প্রসেনজিৎ মিস্ত্রি, ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, বিশিষ্ট ফুটবল জাগলার উত্তম দাস সহ বিশিষ্ট জনেরা।
এরপর ১২ ই ডিসেম্বর স্বাস্থ্য মেলা শুরু হয়, চলে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। প্রায় পাঁচ হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা সহ একাধিক কর্মসূচি ছিল ৪ দিনের গোটা স্বাস্থ্য মেলা জুড়ে। বিনা মূল্যে স্বাস্থ্যের বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা সহ একাধিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার সহ বিভিন্ন কর্মসূচি ছিল। ক্যান্সার নিয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে এই মেলায়। মেলার মাঠেই বিশেষ এ আই পদ্ধতিতে স্পর্শ বিহীন স্কিনিং এ ৩ জন মহিলার ব্রেস্ট ক্যান্সারের হদিস মিলেছে !
পশ্চিমবঙ্গে প্রথম কোনো মেলার মাঠে এধরণের অত্যাধুনিক ব্রেস্ট ক্যান্সার স্কিনিং করা হয়েছে। মেলায় ১৩ সেপ্টেম্বর সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামের উদ্যোগে ‘জনস্বাস্থ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংবর্ধনা জানানো হয় ঝাড়খন্ড রাজ্যের নারী পরিবেশ যোদ্ধা, ভারত সরকারের পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত চামি মুর্মু কে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক এস সি সাঁতরা। ফোরামের পক্ষ থেকে মেলার চারদিন ‘জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য’ শীর্ষক একটি প্রচারপত্র বিলি করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ফোরামের সভাপতি আশিস গুপ্তকে।
চাম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির ডিরেক্টর প্রসেনজিৎ মিস্ত্রি বলেন এবার স্বাস্থ্য মেলায় আমরা বিশেষ নজর দিয়েছিলাম ক্যান্সার রোগ নিয়ে মানুষকে সচেতন করার বিষয়ে, তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার ছিল প্রধান। বিশেষ করে প্রান্তিক এলাকার মহিলাদের সচেতন করাই ছিল মূল লক্ষ্য।
নিরামাই সংস্থার সহযোগিতায় আমরা স্বাস্থ্য মেলার মাঠে কোনো রকম স্পর্শ ছাড়াই শতাধিক মহিলার ব্রেস্ট ক্যান্সার স্কিনিং করতে সক্ষম হয়েছি। এবং তাতেই বাজিমাত একশো মহিলার মধ্যে ৩ জনের ব্রেস্ট ক্যান্সারের দেখা গিয়েছে। রিপোর্ট আমরা হাতে পেয়েছি এবার ওই তিন জন মহিলার বিনা খরচে চিকিৎসা করানোর আমরা চেষ্টা চালাচ্ছি।
এই মেলার আলোচনা সভায় অ্যাপোলো হাসপাতালের ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান ডা. শুভদীপ চক্রবর্তী ক্যান্সারের বিভিন্ন ধরন চিহ্নিতকরণ এবং চিকিৎসার নানা দিক ব্যাখ্যা করেন। এই মেলার বিশিষ্ট অতিথি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তী বলেন স্বাস্থ্য মেলার মূল উদ্দেশ্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এমন স্বাস্থ্য মেলা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মূল মঞ্চ হতে পারে।
মেলার সাফল্য কামনা করে ভিডিও বার্তা পাঠান সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামের কার্যবাহী সভাপতি বাংলাদেশের আসাদুজ্জামান সম্রাট, সচিব প্রধান কেরামত উল্লাহ বিপ্লব, সহ সভাপতি নেপালের শ্রীরাম সুবেদি, পাকিস্তানের মোহম্মদ রবনওয়াজ চৌধুরী, সহ সচিব প্রধান ভুটানের রিনজিন ওয়াংচুক, দিল্লির বিশিষ্ট সাংবাদিক সৌম্য বন্দোপাধ্যায়।