বাংলাদেশ সরকার আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে। আর এই সম্মেলনে আমন্ত্রণের তালিকায় রয়েছেন বিশ্বের সকল ধনী ব্যক্তিবর্গরা। সম্মেলনে আসার সম্ভাবনা রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ও বিখ্যাত ব্যবসায়ী ইলন মাস্কের। একই সাথে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনকেও এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হতে পারে।
আগামী এপ্রিলে ২০২৫ এ রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের সম্মেলন। ৩ দিনের সূচি এবং অতিথি তালিকা প্রস্তাব করে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
একাধিক সূত্র গণমাধ্যমকে জানা হয়েছে ইলন মাস্কের উপস্থিতি নিয়ে খুবই আশাবাদী বাংলাদেশ সরকার। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইলন মাস্ক ৪০ হাজার কোটি বা ৪০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন। তার কোম্পানি টেসলা এবং স্পেসএক্সের দ্রুত বাজার বৃদ্ধিতে বিশ্বের এক নম্বর ধনীর তালিকায় উঠে আসে।
দেশে বা বিদেশের কোনো কর্মসূচি যাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিনিয়োগ সম্মেলনের সূচি বিঘ্নিত না করে সে কারণে আগেভাগেই বিষয়টি তার বিবেচনায় উপস্থাপন করা হয়েছে।
আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। তবে এতে পুরো সরকার তথা প্রশাসনযন্ত্র সংযুক্ত থাকবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৫৩ বছরের ইতিহাসের সেরা বিনিয়োগ সম্মেলনের লক্ষ্যে এপ্রিলের প্রথমার্ধকে টার্গেট করে প্রস্তুতি চলছে। প্রস্তাবিত সময় বা তার কাছাকাছি তারিখে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৈশ্বিক টাইকুনদের বিনিয়োগের জন্য আকর্ষণের চেষ্টা করছে বাংলাদেশ। এসব অতিথির উপস্থিতি নিশ্চিত করতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ইমেজ ব্যবহারের চিন্তা রয়েছে বিডার। আর এই লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি।