দেশহাইলাইটস

নির্বাচনে দেরি হলে জনগণের মনে প্রশ্ন দেখা দেবে: রিজভী

রিজভীনির্বাচনের জন্য শেখ হাসিনা ১৫ বছর লাগিয়েছেন উল্লেখ করে বিএনপির রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার যদি এতে আরো অনেক বছর যোগ করতে চান তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দিবে যে পার্থক্যটা আসলে কোথায়?

আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা দলের মিলাদ মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন অন্তর্বর্তী সরকার যদি তাদের আরো কিছু কাজের জায়গা প্রসারিত করতো তাহলে সেটা ছিলো অতি দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন করা। অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কিছু কিছু উপদেষ্টা বলছেন, এত তাড়া কিসের? এত তাড়া তো নয়, শেখ হাসিনা অনেক লম্বা করেছেন, ১৫ বছর লাগিয়েছেন। আপনারা যদি তাতে আরো অনেক বছর যোগ করতে চান তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দিবে যে পার্থক্যটা আসলে কোথায়?

রুহুল কবির রিজভী আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনেক প্রত্যাশা আছে তারা যেটা করবে নিশ্চয় শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না এটা বিশ্বাস করি আমরা। ডানে, বামে কোথাও গেলে আগের মত আর ভয় লাগে না যে কোন মাইক্রোবাস দাঁড়িয়ে আছে কি না। আমরা আগে দু’তলা/তিন তলা থেকে দেখতাম, তারপর বের হতাম। এই যে ভীতি, আতঙ্কের পরিবেশ এখান থেকে তো আমরা কিছুটা মুক্তি পেয়েছি।

এমন আরো সংবাদ

Back to top button