প্রযুক্তি

২০২৪ সালের তরুণদের সেরা পছন্দ ইনফিনিক্স স্মার্টফোন

ইনফিনিক্সইনফিনিক্স ২০২৪ সালের উদ্ভাবনী প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন ও সাশ্রয়ী দামের মাধ্যমে স্মার্টফোন বাজারে তাদের অবস্থান শক্ত করেছে। এ বছরের উদ্ভাবনী মডেলের ভেতর দুটি ডিভাইস বিশেষভাবে নজর কেড়েছে ইনফিনিক্স নোট ৪০এস এবং হট ৫০ প্রো প্লাস। এই ফোন দুটি দুর্দান্ত পারফরম্যান্স, স্টাইল ও মানের দারুণ এক কম্বিনেশন যা আজকের তরুণদের বহুমুখী চাহিদা পূরণ করছে। মনোমুগ্ধকর ৬.৭৮ ইঞ্চি থিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে একটি চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান। এর উন্নত টাচ রেসপন্স ও ব্লু লাইট রিডাকশন প্রযুক্তি দীর্ঘক্ষণ ব্যবহারে চোখের আরাম নিশ্চিত করে।

নোট ৪০এস এর অন্যতম আকর্ষণীয় ফিচার হল এর ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং সুবিধা। এটি ব্যবহারকারীদের সহজে ডিভাইস চার্জ করতে সহায়তা করে। এর ১০৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফটোগ্রাফি পছন্দকারীদের মন ভরাবে। সুপার নাইট ও স্লো মোশন মোডের মত ফিচারগুলো বহুমুখী সৃজনশীলতা নিশ্চিত করে।

মিডিয়াটেক হেলিও জি৯৯ আলটিমেট চিপসেট, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের নোট ৪০এস পেশাদার ও প্রযুক্তিপ্রেমীদের জন্য স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। ডিভাইসটি দামেও সাশ্রয়ী, দাম মাত্র ২৬,৯৯৯ টাকা। স্টাইল ও উন্নত প্রযুক্তির দারুণ কম্বিনেশনের এই ফোনটি অবসিডিয়ান ব্ল্যাক ও ভিনটেজ গ্রিন রঙে পাওয়া যাচ্ছে।

যারা স্টাইলিশ ও শক্তিশালী স্মার্টফোন খোঁজেন, তাদের জন্য ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস নিঃসন্দেহে সেরা পছন্দ।   ২৩,৯৯৯ টাকার এই ডিভাইসটিতে আছে টাইটানউইং আর্কিটেকচার ও ফেদারলাইট উইং ডিজাইনে তৈরি মাত্র ৬.৮ মিমি-এর পাতলা প্রোফাইল। পাতলা হলেও ফোনটির টাইটান আর্মার প্রটেকশন শক্তিশালী স্থায়িত্ব নিশ্চিত করে।

ফোনটি ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং® গরিলা® গ্লাস দ্বারা সুরক্ষিত ফলে উজ্জ্বল ভিজ্যুয়াল ও উন্নত ভিউয়িং এক্সপেরিয়েন্স পাওয়া যায়। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট অ্যাডভান্সড ফাস্টচার্জ প্রযুক্তি সারা দিনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি সরবরাহ করে।

এমন আরো সংবাদ

Back to top button