অর্থনীতিহাইলাইটস

রাজস্ব আয় ও বি‌নিময় হারের শর্ত পূরণ হলে আইএমএফের পর্ষদে ঋণ প্রস্তাব উঠবে

আইএমএফের লোগো | ছবি- আইএমএফ
আইএমএফের লোগো | ছবি- আইএমএফ

সংবাদ স‌ম্মেল‌নে আইএমএফের গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিও ব‌লেন, ঋণের কি‌স্তির অর্থ পাওয়ার জন্য রাজস্ব আয় বৃ‌দ্ধি ও বি‌নিময় হা‌র নমনীয় করা সংক্রান্ত শর্ত পূরণের বিষয়‌টি গুরুত্বপূর্ণ। এ দু‌টি শর্ত পূরণ হ‌লে আমরা আগামী ৫ ফেব্রুয়া‌রি আইএমএফের পর্ষদে প্রস্তাব পাঠা‌বো। রাজস্ব আয় বৃদ্ধি ও মুদ্রা বিনিময় হারে আরো নমনীয়তা আনার বিষ‌য়ে আইএমএফের পক্ষ থে‌কে যেসব শর্ত দেয়া হ‌য়ে‌ছে সেগু‌লো পূরণ হ‌লে আগামী বছ‌রের ফ্রেব্রুয়ারিতে সংস্থাটির পর্ষদে বাংলাদেশের জন্য ঋণের চতুর্থ কি‌স্তি ছাড়ের প্রস্তাব উঠ‌বে।

সংবাদ স‌ম্মেল‌নে আইএমএফের গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিও ব‌লেন, ঋণের কি‌স্তির অর্থ পাওয়ার জন্য রাজস্ব আয় বৃ‌দ্ধি ও বি‌নিময় হা‌র নমনীয় করা সংক্রান্ত শর্ত পূরণের বিষয়‌টি গুরুত্বপূর্ণ। এ দু‌টি শর্ত পূরণ হ‌লে আমরা আগামী ৫ ফেব্রুয়া‌রি আইএমএফের পর্ষদে প্রস্তাব পাঠা‌বো। ঋণের চতুর্থ কিস্তির অর্থছাড়ের আগে ৩ ডিসেম্বর দেশে আইএমএফের একটি মিশন আসে। গতকালই শেষ হওয়া মিশনটির কর্মকর্তারা বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সরকারের বিভিন্ন সংস্থা ও বিভাগের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে আইএমএফের পক্ষ থেকে সরকারের রাজস্ব আয়ের তুলনায় ঋণ পরিশোধে বেশি অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button