বাংলাদেশ ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতলো
৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। সিরিজের আজ ২য় ম্যাচে ১২৯ রানের টার্গেট দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের ১ম ম্যাচে ও জয় পেয়েছিলো টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ বাকী থাকতে টি টোয়েন্টি সিরিজ জয় পেলো বাংলার টাইগারা।
সর্বশেষ বাংলাদেশ টাইগারা ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো।
সেন্ট ভিনসেন্টে আবারো টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪র্থ ওভারে ১১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংস শুরুতে ব্যর্থতার খোলস থেকে বের হতে পারেননি অফ ফর্মে থাকা লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেনের বলে ৩ রানে স্টাম্পড আউট হন বাংলাদেশ অধিনায়ক।
দলকে চাপমুক্ত করতে জুটি গড়ার চেষ্টা করেন জাকের আলি ও প্রথম ম্যাচে জয়ের নায়ক মাহেদি হাসান। ২০ বলে ২০ রানের জুটি গড়ে থামেন তারা।
প্রথম পর্ব শেষে ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে ২ ওভারে ১৯ রান তুলে ভালো শুরু করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ৩য় ওভারে প্রথমবারের মত আক্রমণে এসেই জোড়া উইকেট তুলে নেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। ওপেনার ব্র্যান্ডন কিংকে ৮ রানে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান তাসকিন। লিটনকে ক্যাচ দিয়ে খালি হাতে বিদায় নেন তিন নম্বরে নামা আন্দ্রে ফ্লেচার।
তাসকিনের জোড়া আঘাতের পর ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেন স্পিনার মাহেদি। নিজের প্রথম ওভারে ১২ রান দেওয়া মাহেদি দ্বিতীয় ওভারেই সাফল্য পেয়ে যান। ১২ বলে ১৪ রান করা ওপেনার জনসন চার্লসকে এলবিডব্লিউ করেন মাহেদি।
পাওয়ার প্লেতে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেই চাপ আর নিতে পারেন নিওয়েস্ট ইন্ডিজ।একে একে সব উইকেট হারিয়ে যায় তাদের।
এদিকে তাসকিন ১৬ রানে ৩টি উইকেট , মাহেদি,তানজিম ও রিশাদ ২টি করে উইকেট নেন।আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সেন্ট ভিনসেন্টে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে।