দেশহাইলাইটস

২৪ ঘন্টায়  ৪ থেকে ৬ হাজার ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস

সৌদি দূতাবাস ৪ থেকে ৬ হাজার প্রতিদিন বাংলাদেশি কর্মীকে ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস। বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার এ ধারা সৌদি আরব অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের উপ রাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম।

বাংলাদেশকে উপহার হিসেবে ৩৭২ টন গোশত হস্তান্তর উপলক্ষে আয়োজিত গত ১৫ ডিসেম্বর সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ নিশ্চয়তা দেন।

বর্তমানে সৌদি আরবে তিন মিলিয়ন বাংলাদেশি কর্মী রয়েছে। গত মাসে বাংলাদেশ থেকে ৮৩ হাজার কর্মী নিয়েছে সৌদি সরকার। দেশটি তার ভিশন ২০৩০ বাস্তবায়নে দেশজুড়ে মেগা প্রকল্প হাতে নিয়েছে। ২০৩৪ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক হবে রিয়াদ। সে উপলক্ষে বিউটিফিকেশনসহ বিশাল কর্মযজ্ঞ হবে। এতে দুনিয়ার বিভিন্ন দেশ থেকে বাড়তি জনশক্তি নেবে সৌদি আরব। বাংলাদেশিরাও সেখানে সুযোগ পেতে পারেন।

এমন আরো সংবাদ

Back to top button