দেশহাইলাইটস

ষড়যন্ত্রকারীরা বিএনপির মধ্যেও এজেন্ট ঢুকিয়ে দিয়েছে : তারেক রহমান

তারেক রহমান
তারেক রহমান

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে যায়নি, অব্যাহত রয়েছে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্রকারীরা বিএনপির ভেতরও এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। তাই সবাইকে অ্যালার্ট থাকতে হবে। শক্ত হাতে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে হবে।

তারেক রহমান বলেছেন স্বৈরাচারের মাথা পালিয়েছে, কিছু কিছু ছোট মাথাও পালিয়েছে, কিন্তু শরীরের লেজ অবশিষ্ট রয়ে গেছে। তারা গভীর ষড়যন্ত্র করছে। শক্ত হাতে তাদের প্রতিরোধ করতে হবে। এটা আমার নির্দেশনা। দলের সুনাম ও জনগণের আস্থা নষ্ট হতে দেওয়া যাবে না।

গতকাল গাজীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে   প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান এসব কথা বলেন।

এ সময় ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। গাজীপুর ছাড়াও ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ ভার্চুয়ালর কনফারেন্সে যুক্ত ছিলেন।

গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে মহানগরীর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের ৩ হাজারের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন। গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল প্রমুখ।

তারেক রহমান আরো বলেছেন গত ১৭ বছর বহু অত্যাচার নিপীড়ন সহ্য করে বিএনপির নেতাকর্মীরা দলের ঐক্য ও জনগণের আস্থাকে এ পর্যন্ত ধরে রেখেছেন। এখন যদি কেউ নিজের স্বার্থকে হাসিলের জন্য এই আস্থা ও বিশ্বাসের ওপর আঘাত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামীতে যে নির্বাচন হবে, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি তা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। আপনারা যদি ভেবে থাকেন যে, এখানে প্রধান প্রতিপক্ষ নেই, অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে। নো নো নো অ্যান্ড নো এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচন থেকে অনেক কঠিন হবে। তাই নিজেদের প্রস্তুত করুন। নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে যেন আমরা পার হতে পারি। সেইভাবে নিজেদের প্রস্তুত করুন।

এমন আরো সংবাদ

Back to top button