দেশের সিনথেটিক ও অ্যাথলেটিক জুতা রপ্তানির পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাকের ব্যাপক আধিপত্যের প্রেক্ষাপটে নতুন খাত হিসেবে নন লেদার জুতার রপ্তানি বেড়ে যাওয়া নিঃসন্দেহে এটি সুখবর।
২০২৩-২৪ অর্থবছর শেষ হওয়ার আগে নন লেদার জুতার রপ্তানি ১২০ শতাংশ বেড়ে ১৮৯ মিলিয়ন ডলার থেকে ৪১৬ মিলিয়ন ডলার হয়েছে।এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে চলতি অর্থবছরে এই খাতে খুবই শক্তিশালী প্রবৃদ্ধি হচ্ছে।
চলতি অর্থবছরের শেষ নাগাদ চামড়ার জুতা, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল ও কৃষিপণ্যের সঙ্গে যুক্ত হয়ে নন লেদার জুতা শিল্প অর্ধ বিলিয়ন ডলারে প্রবেশ করবে বলে আশা করছেন রপ্তানিকারকরা।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে এইচঅ্যান্ডএম, পুমা, ডেকাথলন, ফিলা ও কাপ্পার মতো ব্র্যান্ডগুলোর কার্যাদেশ বেড়ে যাওয়ায় নন লেদার জুতার রপ্তানি বেড়েছে।
নন লেদার জুতার প্রধান বাজার স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি ও জার্মানি।