জেলার খবর

পীরগঞ্জে উৎসব মুখর পরিবেশে ৫৪তম বিজয় দিবস

পীরগঞ্জ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল ১৬ই ডিসেম্বর সোমবার দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে সকাল আটটায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পীরগঞ্জ থানা, ফায়ার সার্ভিস, পীরগঞ্জ প্রেসক্লাব, পীরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,  মুক্তিযোদ্ধাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন, সুনীল আকাশে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্‌বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক, উপজেলা সহকারী কমিশনার তকী ফয়সাল, কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার, পীরগঞ্জ সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধাগন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এছাড়াও উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসূচির মধ্যে আলোচনা সভাসহ আরও বেশ কিছু কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।

এমন আরো সংবাদ

Back to top button