বকেয়া বেতন নিয়ে বাংলাদেশি কর্মীদের অভিযোগ: হাই কমিশনের মধ্যস্থতা
মালয়েশিয়ায় কাউয়াগুছি ম্যানুফেকচারিং এসডিএন বিএইচডি-তে কর্মরত বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন পরিশোধ সংক্রান্ত জটিলতার বিষয়ে হাই কমিশনের উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত সেপ্টেম্বর ২০২৪ মাসে হাই কমিশনের নজরে আসে যে, কোম্পানিতে কর্মরত বাংলাদেশি কর্মীরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন পাচ্ছেন না। এমন অভিযোগের ভিত্তিতে হাই কমিশন তাৎক্ষণিকভাবে কোম্পানির প্রতিনিধিদের ডেকে কর্মীদের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে ধাপে ধাপে বকেয়া বেতন ডিসেম্বর ২০২৪-এর মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেয় কোম্পানি।
বৈঠকের তিনদিন পর, হাই কমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কোম্পানির অফিসে গিয়ে প্রথম কিস্তির বকেয়া বেতন পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর কর্মীরা যথারীতি কাজ শুরু করেন এবং নিয়মিত বেতন পেতে থাকেন।
হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশি কর্মীদের অধিকার নিশ্চিত করতে তারা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।