সিঙ্গাপুরের অনেক কোম্পানী বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বলেছেন সিঙ্গাপুরের পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক এবং বাণিজ্য সম্পর্ক বিষয়ক মন্ত্রী গ্রেস ফু হাই ইয়েন।অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন সিঙ্গাপুরের অনেক কোম্পানী বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে, কিংবা বিনিয়োগ করার আগ্রহ রয়েছে, বিশেষ করে অবকাঠামো এবং লজিস্টিকস খাতে।
ফু হাই ইয়েন বলেন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোম্পানীগুলোকে সমর্থন অব্যাহত রাখবে সিঙ্গাপুর সরকার।